ব্যবহার বিধি ও শর্তাবলী (Terms & Conditions)
স্বদেশ টিভি (Sodesh TV)-তে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আপনি যদি এই শর্তাবলির সাথে একমত না হন, তবে দয়া করে সাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
১. মেধা সম্পত্তি ও কপিরাইট স্বদেশ টিভি-তে প্রকাশিত সকল সংবাদ, ছবি, ভিডিও, লোগো এবং অন্যান্য কন্টেন্ট স্বদেশ টিভির নিজস্ব সম্পদ। আমাদের অনুমতি ছাড়া এই সাইটের কোনো কন্টেন্ট কপি করা, অন্য কোথাও প্রকাশ করা বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো সংবাদ শেয়ার করতে চাইলে সরাসরি লিঙ্ক ব্যবহার করুন।
২. ব্যবহারকারীর মন্তব্য (Comments) আমাদের সংবাদের নিচে মন্তব্য করার ক্ষেত্রে মার্জিত ভাষা ব্যবহার করতে হবে। অশ্লীল, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বা উস্কানিমূলক মন্তব্য প্রকাশ করা যাবে না। স্বদেশ টিভি কোনো আগাম নোটিশ ছাড়াই যেকোনো মন্তব্য মুছে ফেলার অধিকার রাখে।
৩. তথ্যের নির্ভুলতা আমরা সবসময় সঠিক সংবাদ দেওয়ার চেষ্টা করি। তবে অনিচ্ছাকৃত কোনো ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে তথ্যে ভুল থাকতে পারে। স্বদেশ টিভি কোনো সংবাদের তথ্যের কারণে সৃষ্ট কোনো ক্ষয়-ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না।
৪. বিজ্ঞাপনের দায়বদ্ধতা আমাদের সাইটে প্রদর্শিত থার্ড-পার্টি বিজ্ঞাপনগুলোর কন্টেন্ট বা সেবার জন্য স্বদেশ টিভি দায়ী নয়। বিজ্ঞাপনে ক্লিক করার ফলে কোনো সমস্যা হলে সেটি সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বিষয় হিসেবে গণ্য হবে।
৫. লিঙ্কিং পলিসি আমাদের সাইটে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। সেই সকল এক্সটার্নাল ওয়েবসাইটের বিষয়বস্তু বা নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
৬. পরিবর্তন ও পরিমার্জন স্বদেশ টিভি কর্তৃপক্ষ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। পরিবর্তনের পর আপনি সাইটটি ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে যে আপনি নতুন শর্তাবলী মেনে নিয়েছেন।
৭. আইনগত এখতিয়ার এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিবাদ সৃষ্টি হলে তার সমাধান বাংলাদেশের আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।