📅 বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
logo
📤 Facebook 📤 Twitter 📤 WhatsApp
২০ আগস্ট আখেরি চাহার সোম্বা
ছবি: ছবি সংযুক্ত

২০ আগস্ট আখেরি চাহার সোম্বা

✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 02:37 PM | বিভাগ: আরও | 👁️ ভিউ: 26

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ জুলাই শনিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২৭ জুলাই রবিবার থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই হিসাবে, ২৭ সফর মোতাবেক আগামী ২০ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি— ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও মাঠ পর্যায়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কমিটি।

মন্তব্য লিখুন