✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 02:43 PM | বিভাগ: আরও | 👁️ ভিউ: 20
মদিনার খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত বনু সালামা শাখার গোত্রপ্রধান ও প্রভাবশালী ব্যক্তি আমর ইবনুল জামুহ। বেশি বয়সের কারণে শুভ্র চুল। চেহারায় অভিজাত ও সম্ভ্রান্ত ভাব চিকচিক করছে। গোত্রের যুবক, বৃদ্ধ, শিশু, নারী—সবার খুব সম্মানের পাত্র তিনি।
কিন্তু ঈমানের নূর থেকে বিচ্যুত অন্তর তখনো শিরকের কালো ছায়ায় আবৃত। তাওহিদের আলোক-মশাল এখনো তাঁর অন্তরের কালো ছায়ায় আঘাত হানতে পারেনি। তাই নিজ গৃহমধ্যে যত্নে রক্ষিত ‘মানাত’ নামের একটি কাঠের মূর্তির পূজা করেন তিনি। মূর্তিটিকে খুব আদর করে গোসল করান; প্রতিদিন আতর মাখান।
কারণ তাঁর আবেদন-নিবেদন আর ভালোবাসা সবই এই কাষ্ঠখণ্ডের প্রতি নিবেদিত। তিনি বিশ্বাস করেন, এই কাষ্ঠখণ্ড তাঁর নিয়তি নির্ধারণের মালিক। তবে সময় থেমে থাকে না। মক্কার বালুকাময় প্রান্তরে তত দিনে আলো ছড়াতে শুরু করেছে হেরার জ্যোতি।
মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) ক্রমান্বয়ে বদলে দিচ্ছিলেন আরবের মানচিত্র। ধীরে ধীরে তাওহিদের আহ্বানে জেগে উঠছিল ঘুমন্ত হৃদয়গুলো। ইসলাম তখন ছড়িয়ে পড়ছিল মদিনার অলিগলিতে।
বনু সালামার কিশোর ও যুবকদের অন্তরেও ঢেউ তুলেছে সেই হেরার জ্যোতি। তাঁরা গোত্রপতিকে ভয় করলেও এক অদৃশ্য টানে সব পেছনে ফেলে রাসুল (সা.)-এর ওপর ঈমান এনে ধন্য হয়েছেন।
তাঁদের মধ্যে ছিলেন মুআজ ইবনে জাবাল (রা.), মুআজ ইবনে আমর (রা.)-এর মতো তরুণরা। তাঁরা আলোর পথ ধরলেও তাঁদের নেতা আমর এখনো আঁধারের অতল গহ্বরে নিমজ্জিত।