✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 09:52 AM | বিভাগ: আদালত | 👁️ ভিউ: 29
ময়মনসিংহে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলার কার্যক্রম বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড তৌফিক হোসেন।
২০০৭ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে ড. ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ২০১০ সালে মামলা দায়ের করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। গত বছরের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।
ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ‘লিভ টু আপিল’ করে, যার শুনানির জন্য চেম্বার আদালত ২৭ জুলাই দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন।