দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাস ফিরছেন ঈদে ‘দুর্বার’ থ্রিলার সিনেমায়
ছবি: ছবি সংযুক্ত

দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাস ফিরছেন ঈদে ‘দুর্বার’ থ্রিলার সিনেমায়

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আরও | 👁️ ভিউ: ৫

ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন। তার প্রত্যাবর্তন ঘটছে থ্রিলার ও রহস্যনির্ভর সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত সিনেমাটি আগামী ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেন। জানা গেছে, গত ডিসেম্বরে শুরু হওয়া ‘দুর্বার’-এর শুটিং বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

থ্রিলার ঘরানার এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। চলচ্চিত্রটিতে রহস্য, উত্তেজনা ও অ্যাকশন সমন্বিত গল্প দর্শককে আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য লিখুন