📅 শনিবার, ২২ নভেম্বর ২০২৫
logo
📤 Facebook 📤 Twitter 📤 WhatsApp
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ আগস্ট প্রকাশ হতে পারে
ছবি: ছবি সংযুক্ত

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ আগস্ট প্রকাশ হতে পারে

✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 02:01 PM | বিভাগ: ক্যাম্পাস | 👁️ ভিউ: 108

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১০ আগস্টের মধ্যে প্রকাশ হবে। এদিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

রোববার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফলাফল দেয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। সে অনুযায়ী আমরা ১০ আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করেছি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারে বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মিলে মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় ২১ হাজার বেশি, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বোর্ড সূত্র জানায়, সবচেয়ে বেশি পুনঃমূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয়ে-সংখ্যা ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রত্যেকটিতে ১৯ হাজার ৬৮৮টি করে), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায়, মাত্র ৬টি।

তবে, পুনঃনিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়। বরং উত্তরপত্রে নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না-এসব দিক যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়।

এদিকে, শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

মন্তব্য লিখুন