✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 01:15 PM | বিভাগ: বিনোদন | 👁️ ভিউ: 21
২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের একজনকে হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। এরপরে সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক।
এই মামলায় ২০৮ নম্বর এজাহারভুক্ত আসামি অপু বিশ্বাস।