📅 সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
logo
📤 Facebook 📤 Twitter 📤 WhatsApp
ইসলামের দৃষ্টিতে কোনো মাস অশুভ নয়
ছবি: ছবি সংযুক্ত

ইসলামের দৃষ্টিতে কোনো মাস অশুভ নয়

✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 02:35 PM | বিভাগ: আরও | 👁️ ভিউ: 22

শুরু হলো হিজরি সনের দ্বিতীয় মাস সফর। এই মাসে মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো বিশেষ আমল নেই। তবে জাহেলি যুগের মানুষ এই মাসকে অশুভ মনে করত। ফলে তারা এই মাসে বড় কোনো উদ্যোগ নিতে ভয় পেত।

বিয়েশাদি, ব্যবসা-বাণিজ্য, দূরের সফর এড়িয়ে চলত। এই মাস ঘিরে তাদের লালন করা ধারণাগুলো ছিল নিছক কুসংস্কার, ইসলামের দৃষ্টিতে যার কোনো ভিত্তি নেই। বরং ইসলাম এ ধরনের অশুভ লক্ষণ নির্ধারণকে নিষিদ্ধ করেছে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সংক্রামক রোগ বলতে কিছু নেই।

কুলক্ষণ বলতে কিছু নেই, সফর মাসকেও অশুভ মনে করা যাবে না এবং প্যাঁচা সম্পর্কে যেসব কথা প্রচলিত রয়েছে তা-ও অবান্তর। তখন এক বেদুইন বলল, হে আল্লাহর রাসুল! আমার উটের পাল অনেক সময় মরুভূমির চারণভূমিতে থাকে, মনে হয় যেন নাদুসনুদুস জংলি হরিণ। অতঃপর সেখানে কোনো একটি চর্মরোগ আক্রান্ত উট এসে আমার সুস্থ উটগুলোর সঙ্গে থেকে এদেরকেও চর্মরোগী বানিয়ে দেয়। তিনি বললেন, প্রথম উটটির রোগ সৃষ্টি করল কে? মা’মার (রহ.) বলেন, জুহরি (রহ.) বলেছেন, অতঃপর এক ব্যক্তি আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণনা করেন, তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন, রোগাক্রান্ত উটকে যেন সুস্থ উটের সঙ্গে একত্রে পানি পানের জায়গায় না আনা হয়।

মন্তব্য লিখুন