✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আরও | 👁️ ভিউ: ৪
যে কোনো বিপদে মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা। আল্লাহই চূড়ান্ত ভরসাস্থল। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন:
وَاسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ وَ اِنَّهَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ
অর্থ: ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। এটি বিনয়ী ব্যতীত কঠিন। (বাকারাহ ৪৫)
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল বিপদের সময় নামাজে দাঁড়ানো। সাহাবি হোজাইফা (রা.) বলেন, নবীজি কঠিন সমস্যার মুখোমুখি হলে নামাজে দাঁড়াতেন। (সুনান আবু দাউদ ১৩১৯)
নবীজির শেখানো তিনটি দোয়া বিশেষ সাহায্যকারী:
সহজ করার দোয়া:
اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ
অর্থ: হে আল্লাহ, আপনি চাইলে কঠিনকেও সহজ করতে পারেন।
আল্লাহই যথেষ্ট:
حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ
অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট; আমি তাঁর ওপর ভরসা করেছি।
হে চিরস্থায়ী:
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا
অর্থ: হে চিরস্থায়ী, সব কিছুর ধারক ও রক্ষাকর্তা! আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই, আমার সব সমস্যা মিটিয়ে দিন।
এই দোয়াগুলো বিপদে আমাদের সাহায্য করে।