✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আরও | 👁️ ভিউ: ৪
থাইল্যান্ডের ফুকেটে চলমান ৭৪তম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কেউ আন্তর্জাতিক মঞ্চে এমন সাফল্যের কাছাকাছি পৌঁছাচ্ছেন।
প্রতিযোগিতার ‘পিপলস চয়েস’ ভোটে মাত্র কয়েকদিনের মধ্যে মিথিলা চোখ ধাঁধানো অগ্রগতি দেখিয়েছেন। শুরুতে পাঁচ নম্বরে থাকলেও, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি উঠে আসেন দ্বিতীয় স্থানে। এই অবস্থান প্রমাণ করে, দর্শক ভোটের মাধ্যমে তিনি যে কোনও মুহূর্তে শীর্ষ স্থান দখল করতে পারেন।
মিথিলা নিজের ফেসবুক পেজে সাফল্যের খবর জানিয়ে লিখেছেন, “বাংলাদেশের ১০ লাখ মানুষ যদি প্রতিদিন ১০ ভোট দেন, তাহলে ছয় দিনের মধ্যে কয়েক কোটি ভোট পড়তে পারে। ১৮-১৯ কোটি মানুষের দেশে কেবল ভোটের অভাবে যদি আমাদের প্রতিনিধি হারেন, এটা কি মেনে নেওয়া যায়?” তিনি আরও যোগ করেছেন, “বর্তমানে ১২১ দেশের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে। মাত্র ৫০ হাজার ভোটের ব্যবধান, আর এক ধাপ এগোলেই প্রথম স্থানে উঠে যাবো। আত্মবিশ্বাসী আমি, শুধু আপনারা ভোট দিন।”
ভোট দেওয়ার নিয়মও তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। মিস ইউনিভার্স অ্যাপের ‘পিপলস চয়েস’ সেকশনে বাংলাদেশ সিলেক্ট করে মিথিলাকে ভোট দিতে হবে। এছাড়াও বিজ্ঞাপন দেখে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে, এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে।
মিথিলার এই অগ্রগতিতে দেশের বিনোদনশিল্পীরা আনন্দ প্রকাশ করেছেন। জয়া আহসান, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী সহ অনেক তারকা সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চাওয়া পোস্ট শেয়ার করেছেন।
তানজিয়া জামান মিথিলা শুধুমাত্র মডেল ও অভিনেত্রী নন; তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা চালান এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করেন। ২০২০ সালে তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ জিতেছিলেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি। এবার তিনি এই সুযোগটি কাজে লাগাচ্ছেন।
থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, “এটি আমার কাছে স্বপ্নের মতো। দেশের মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, ভোট দিচ্ছে—এটি আমাকে নতুনভাবে দেশের জন্য কাজ করার প্রেরণা দিচ্ছে। আমার লক্ষ্য একটাই, বাংলাদেশকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করা। আমি শতভাগ আত্মবিশ্বাসী, এবার মুকুট ঘরে আনবো।”
যদিও ‘পিপলস চয়েস’ ভোট সরাসরি মুকুট জয়ের নিশ্চয়তা দেয় না, মিথিলা প্রতিযোগিতার অন্যান্য ধাপও অতিক্রম করতে হবে। তার সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে বলিউডের দুটি সিনেমা—‘রোহিঙ্গা’ ও ‘লাইফ’।
বাংলাদেশের এই গর্বের মুহূর্ত শুধু দেশের নয়, বরং আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের পরিচয় উজ্জ্বল করছে।