মৃত ব্যক্তি দেখলে যে দোয়া পড়তে হয়
ছবি: ছবি সংযুক্ত

মৃত ব্যক্তি দেখলে যে দোয়া পড়তে হয়

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আরও | 👁️ ভিউ: ৬

মৃত ব্যক্তিকে দেখলে বা তার কাছে উপস্থিত হলে যে দোয়াটি পড়া উত্তম—

আরবি:
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ

উচ্চারণ:
আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু

অর্থ:
হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন এবং তার প্রতি দয়া করুন।

👉 যদি মৃত ব্যক্তি নারী হন, তাহলে পড়বেন—
اللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا
আল্লাহুম্মাগফির লাহা ওয়ারহামহা

এছাড়াও চাইলে বলা যায়—
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
(নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাবো)

মন্তব্য লিখুন