✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আরও | 👁️ ভিউ: ৩
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কারও রেহাই নেই। দুনিয়ার জীবন শেষ হয়ে মৃত্যুর মাধ্যমেই আখেরাতের অনন্ত জীবনের সূচনা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
“তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই—even যদি তোমরা মজবুত দুর্গে অবস্থান করো।” (সূরা আন-নিসা: ৭৮)
মৃত্যুর সময় আমাদের অজানা হলেও তা তাকদিরে নির্ধারিত। প্রত্যেকেই নির্দিষ্ট সময়েই দুনিয়া থেকে বিদায় নেবে। তাই মুমিনের উচিত সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখা এবং আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। একজন মুমিনের চিন্তা হওয়া উচিত—তার মৃত্যু যেন সুন্দর হয়, কবরের জীবন শান্তিময় হয় এবং পরকালীন জীবন হয় প্রশান্ত ও সফল।