মুক্তির আগেই বাধায় পড়ল থালাপতি বিজয়ের নতুন সিনেমা
ছবি: ছবি সংযুক্ত

মুক্তির আগেই বাধায় পড়ল থালাপতি বিজয়ের নতুন সিনেমা

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আরও | 👁️ ভিউ: ১১

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর মুক্তি স্থগিত করা হয়েছে। আগামীকাল ৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা সূত্র জানায়, প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায় নির্ধারিত তারিখে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সেন্সর সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

মন্তব্য লিখুন