✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আরও | 👁️ ভিউ: ৪
সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর উদ্যোগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয়েছে ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৫ জন শিক্ষার্থী তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রদর্শিত গবেষণাগুলোতে শিক্ষার্থীদের একাডেমিক অনুসন্ধান এবং সমস্যা সমাধানের প্রতি আগ্রহ ও নিষ্ঠা ফুটে উঠেছে, যা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার পরিচায়ক বলে মনে করা হচ্ছে।