৩৫ বছরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংক্ষেপে
ছবি: ছবি সংযুক্ত

৩৫ বছরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংক্ষেপে

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ | বিভাগ: রাজনীতি | 👁️ ভিউ: ৮

১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনের পথে নতুন যাত্রা শুরু হয়। এর পরের বছরই, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হয় দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই দীর্ঘ বিরতির পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়।

এরপর গত প্রায় ৩৫ বছরে নানা রাজনৈতিক উত্থান–পতনের মধ্য দিয়ে দেশে অনুষ্ঠিত হয়েছে একাধিক জাতীয় সংসদ নির্বাচন।

🔹 ১৯৯১ সালের নির্বাচন

সামরিক শাসক এরশাদের পতনের পর এটিই ছিল দেশের প্রথম পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচন, যেখানে প্রায় সব রাজনৈতিক দল অংশ নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং সরকার গঠন করে।

🔹 ১৯৯৬ সালের নির্বাচন

বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হওয়ার পর এটিই ছিল প্রথম জাতীয় সংসদ নির্বাচন। নানা রাজনৈতিক টানাপোড়েনের পর ১৯৯৬ সালের ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে একই বছরের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি নির্বাচন বিএনপি একতরফাভাবে আয়োজন করেছিল, যা বিরোধী দলগুলোর বর্জনের কারণে বিতর্কিত হয়। পরবর্তীতে আন্দোলনের মুখে সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে।

🔹 ২০০১ সালের নির্বাচন

এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট জয়লাভ করে। এর মাধ্যমে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

🔹 ২০০৮ সালের নির্বাচন

দীর্ঘ প্রায় দুই বছর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে সরকার গঠন করে। এই সময়কে ঘিরে দেশের রাজনীতিতে আলোচিত ছিল তথাকথিত ‘মাইনাস টু’ ফর্মুলা, যার আওতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল।

🔹 ২০১৪ সালের নির্বাচন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিরোধী দলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ সরকার। এই নির্বাচন বিএনপি, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ বিরোধী দল বর্জন করে। ফলে দেড়শটির বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ।

মন্তব্য লিখুন