বাজারে বাড়ছে কাঠলিচু বা পিচ ফলের চাহিদা ও বিক্রি
ছবি: ছবি সংযুক্ত

বাজারে বাড়ছে কাঠলিচু বা পিচ ফলের চাহিদা ও বিক্রি

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: বাণিজ্য | 👁️ ভিউ: ১০

গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে বাজারে আম, কাঁঠাল, লিচুসহ নানা ধরনের মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এই সময় আরও একটি মৌসুমি ফলের দেখা মেলে—কাঠলিচু বা পিচ ফল। বাদামি রঙের ছোট আকৃতির এই ফলটি তুলনামূলকভাবে বিরল হওয়ায় অনেকেই এর নামের সঙ্গে পরিচিত নন। ঢাকার বিভিন্ন বাজারের ফলের দোকান কিংবা রাস্তার ধারে টুকরিতে করে এই ফল বিক্রি হতে দেখা যায়। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় এর চাহিদা এখনও সীমিত।

যদিও দেশের বিভিন্ন জেলায় এই ফল পাওয়া যায়, তবে ঢাকার দোহার–নবাবগঞ্জ এলাকা ও পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে প্রায় প্রতিটি বাড়িতেই কাঠলিচু বা পিচ ফলের গাছ দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এই ফল প্রাকৃতিকভাবেই জন্মায়। ফলে মানিকগঞ্জ সদর, দোহার, সিঙ্গাইর ও নবাবগঞ্জ এলাকার রাস্তার অলিগলি থেকে শুরু করে সর্বত্রই কাঠলিচুর গাছ চোখে পড়ে।

আগে এই ফলের তেমন কদর না থাকলেও বর্তমানে এর জনপ্রিয়তা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বাজারমূল্যও।

মন্তব্য লিখুন