✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: বাণিজ্য | 👁️ ভিউ: ৬
পণ্য রপ্তানি করতে দেশের উদ্যোক্তাদের বিভিন্ন সংস্থার অনুমোদন গ্রহণ, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, মালামাল পরিবহন ও সরবরাহসহ একাধিক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। পাশাপাশি বিদেশি বাজার ও ক্রেতার সঙ্গে যোগাযোগ, পণ্যের মূল্য নির্ধারণসহ নানা বিষয় সামলানোও সহজ নয়। এসব কারণে নতুন উদ্যোক্তাদের পক্ষে রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়ে। ফলে অনেক ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদন করেও রপ্তানি বাজারে কাঙ্ক্ষিত সাফল্য পান না তারা।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোক্তাদের সহায়তা দিচ্ছে ‘এক্সপোর্ট সেবা’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১০ হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশ বা এক হাজারেরও বেশি উদ্যোক্তা বর্তমানে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করছেন, আর অনেকে রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন।
এ ছাড়া ‘এক্সপোর্ট সেবা’ করপোরেট গ্রাহকদেরও পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সহায়তায় এ পর্যন্ত ৫০টির বেশি প্রতিষ্ঠান ১৭টি দেশে ১২ শতাধিক পণ্য রপ্তানি করেছে।