✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: বাণিজ্য | 👁️ ভিউ: ৫
বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত বা আর্থিক তথ্য সংগ্রহ করে না। এ বিষয়ে প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডের একাধিক ঘটনা নজরে এসেছে। এই প্রেক্ষাপটে, ফি বা অর্থের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে পরিচালিত প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।
বিশ্বব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং এ ধরনের কোনো প্রস্তাবের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া সংস্থাটি কখনোই ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকেরা বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করছে। এ ধরনের প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিশ্বব্যাংক।