✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ | বিভাগ: বাণিজ্য | 👁️ ভিউ: ৫
বিদেশ থেকে পাঠানো প্রবাসী আয় বা রেমিট্যান্স একই দিন অথবা পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করতে হবে। পাশাপাশি ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময় শেষে প্রাপ্ত রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।