বাংলাদেশের বিশ্বকাপ খেলা ঝুঁকির মুখে: ভারত সফর বাতিল করলে পয়েন্ট কাটা যাবে
ছবি: ছবি সংযুক্ত

বাংলাদেশের বিশ্বকাপ খেলা ঝুঁকির মুখে: ভারত সফর বাতিল করলে পয়েন্ট কাটা যাবে

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ | বিভাগ: খেলা | 👁️ ভিউ: ৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট বার্তা দিয়েছে হয় ভারতেই খেলতে হবে নতুবা নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হবে। তবে আলটিমেটাম দেওয়ার খবর বিসিবি প্রত্যাখ্যান করেছে।

ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের পর আইসিসি এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ তারা গ্রহণ করছে না।

বিসিবি জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত শর্ত বা আলটিমেটাম দেওয়া হয়নি।
বিসিবি আরও জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে জবাব পাওয়া গেছে। সেই যোগাযোগে কোনো ধরনের চাপ বা আলটিমেটাম ছিল না।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি তাদের বার্তায় টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এছাড়া ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত উদ্বেগ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিসিবি আরও জানায়, বাংলাদেশ দলের নিরাপদ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে। জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও খেলোয়াড়দের কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়ে 'বিবেচনা' করার অনুরোধ জানালে, এরপরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।

এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে, যখন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।

মন্তব্য লিখুন