✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 12:46 PM | বিভাগ: আন্তর্জাতিক | 👁️ ভিউ: 18
খাদ্য, চিকিৎসা ও বাস্তু সংকটে জর্জরিত ফিলিস্তিন এখন শোচনীয় মানবিক বিপর্যয়ের প্রতীক। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার ফলে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। গত মার্চের পর থেকে এ ধরনের অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮১। উত্তর গাজায় পরিস্থিতি আরো ভয়াবহ। জাতিসংঘ জানিয়েছে, এককালের জনবহুল এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষ জড়ো হয়। এর মধ্যে অনেকেই গুলি ও পদদলিত হয়ে মারা যাচ্ছে। জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহের চেষ্টায় প্রাণ হারিয়েছে অন্তত ১ হাজার ১২১ জন। শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউর প্রধান ফিলিপ লাজারিনি গার্ডিয়ানকে বলেন, ‘বিমান থেকে ত্রাণ ফেলা ব্যয়বহুল, বিপজ্জনক ও খুব একটা কার্যকর নয়। এটি মানুষের ক্ষুধা মেটায় না, বরং বিভ্রান্তি তৈরি করে এবং মৃত্যুঝুঁকি বাড়ায়।’