✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 12:41 PM | বিভাগ: আন্তর্জাতিক | 👁️ ভিউ: 19
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান লড়াইয়ের তৃতীয় দিনে নতুন অনেক এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। গতকাল থাইল্যান্ডের উপকূলবর্তী প্রদেশ ত্রাত ও কম্বোডিয়ার পুরসাত প্রদেশে নতুন করে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলগুলো পূর্ববর্তী সংঘর্ষ স্থল থেকে ১০০ কিলোমিটার দূরে। উভয় দেশই সংঘর্ষের পেছনে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগের দাবি করছে এবং অন্যপক্ষকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে ১৩ বছরে এটিই সবচেয়ে তীব্র সংঘাত। চলতি সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৩০ জন নিহত এবং ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মে মাসের শেষ দিকে এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর পর সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছে। তারপর উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করে, যা থাইল্যান্ডের নাজুক জোট সরকারের জন্য এক কূটনৈতিক সংকটে রূপ নেয়। থাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত দেশটির সাতজন সেনা ও ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার পক্ষে নিহত হয়েছেন পাঁচজন সেনা ও আটজন বেসামরিক মানুষ।