✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 12:43 PM | বিভাগ: আন্তর্জাতিক | 👁️ ভিউ: 110
আজারবাইজানে শান্তিকর্মী ও সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীরবতা ও নমনীয় অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষক ও অধিকারকর্মীরা বলছেন, রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজতে গিয়ে ইইউ মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষা করছে।
গত মাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৩০ বছর বয়সী শান্তিকর্মী বাহরুজ সামাদভকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আজারবাইজান সরকার। এটি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ২১ বছরের শাসনামলে বিরোধীদের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ ও কঠোর সাজা। তবে এই রায়ের পর আজারবাইজান সরকারের চেয়ে বেশি সমালোচিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির নীরবতার সুযোগেই আজারবাইজানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ অধিকারকর্মীদের।