✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 12:45 PM | বিভাগ: আন্তর্জাতিক | 👁️ ভিউ: 19
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি আদালতে গতকাল সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হওয়ার খবর দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, নিহতদের মধ্যে তিনজন হামলাকারী রয়েছে। গতকালের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটি সুন্নি বেলুচ সংখ্যালঘুদের আবাসভূমি। এ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বঞ্চনা ও রাজনৈতিক উপেক্ষার অভিযোগ করে আসছে। প্রদেশের রাজধানী জাহেদানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিজেদের তিন সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেছে জাইশ আল-আদল। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করে নিয়েছে। তাদের দাবি, তারা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৩০ সদস্যকে হত্যা করেছে। বিবৃতিতে তারা আদালতের বিচারক ও কর্মীদের লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে। বিচারকদের বিরুদ্ধে তারা বেলুচ জনগণের মৃত্যুদণ্ড ও ঘরবাড়ি ধ্বংসের আদেশ দেয়ার অভিযোগ এনেছে।
এক সতর্কবার্তায় তারা বলেছে, আমরা বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও কর্মচারীকে জানিয়ে দিচ্ছি, বেলুচিস্তান আর তাদের জন্য নিরাপদ থাকবে না। শাস্তি হওয়ার আগ পর্যন্ত মৃত্যু তাদের ছায়ার মতো অনুসরণ করবে।
সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা আত্মঘাতী বোমা বেল্ট ও গ্রেনেড বহন করছিল। তবে তারা তা বিস্ফোরণ ঘটিয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
বেসামরিক হতাহতের জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছে জাইশ আল-আদল। তাদের অভিযোগ, বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে বলে এসব হতাহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মানবাধিকার সংগঠন হালভশ (এইচএএএলভিএসএইচ) জানিয়েছে, হামলাকারীরা বিচারকদের কক্ষে ঢুকে পড়লে সেখানে বিচার বিভাগীয় কর্মী ও নিরাপত্তা সদস্যরা হতাহত হন।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশে প্রায়ই নিরাপত্তা বাহিনী এবং সুন্নি সশস্ত্র বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। গোষ্ঠীগুলোর দাবি, তারা অধিকার ও স্বায়ত্তশাসনের জন্য লড়ছে। তেহরান এদের অনেককেই বিদেশী শক্তির সঙ্গে সম্পর্ক এবং সীমান্তজুড়ে চোরাচালান ও সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে।