খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
ছবি: ছবি সংযুক্ত

খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ | বিভাগ: খেলা | 👁️ ভিউ: ৫

বলে প্রতি ম্যাচেই গতির ঝড় তোলেন খালেদ আহমেদ। আজ ব্যাটিংয়ে তুলেছিলেন বাংলাদেশি পেসার। তবে ঝড়টা লক্ষ্যে পৌঁছার আগেই থেমে যায়। তাতে এখন পর্যন্ত এবারের বিপিএলে রেকর্ড ১৯৯ রান তাড়া করে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষে পরাজয়ই সঙ্গী হয় খালেদের দল সিলেট টাইটানসের।

চট্টগ্রাম রয়্যালসের কাছে ১৪ রানের হার দেখেছে সিলেটে। জয়ের জন্য শেষ ১২ বলে ৪২ রান লাগত সিলেটের। হাতে উইকেট ছিল ১টি। অর্থাৎ শেষ জুটি।

শরীফুল ইসলামের করা ১৯তম ওভারের প্রথম দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে খেলা জমানোর ইঙ্গিত দেন খালেদ। শেষ চারে বলে নেন ৫ রান। সব মিলিয়ে ওভারটিতে ১৭ রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন ৬ বলে ২৫।
শেষ ওভারের শুরুটাও দারুণ করেছিলেন খালেদ।

মন্তব্য লিখুন