মিরাজের মতোই বিরল রেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার
ছবি: ছবি সংযুক্ত

মিরাজের মতোই বিরল রেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ | বিভাগ: খেলা | 👁️ ভিউ: ৯

রেকর্ড কি গড়া হয় ভাঙার জন্য, নাকি গড়াই হয় সৃষ্টির জন্য—এ নিয়ে বিতর্ক থাকলেও, এমন একটি রেকর্ড আছে যা ধারক ছাড়া কেউ ভাঙতে পারেন না। আর সেই রেকর্ডের অংশ হতে পারেন শুধু সেই ধারকের সঙ্গী।

মেহেদী হাসান মিরাজ এক বিরল রেকর্ড গড়ে এই কীর্তি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রথম সেঞ্চুরি তিনি করেছেন এমন একটি ম্যাচে, যেখানে ঘরোয়া ক্রিকেটে কখনো সেঞ্চুরি পাননি মিরাজ।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের এই রেকর্ডের সঙ্গী হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাকব বেথেল। আজ সিডনি টেস্টে ইংল্যান্ডের ব্যাটার সেই রেকর্ড নতুন করে লিখেছেন।

মন্তব্য লিখুন