নাসিরের বিধ্বংসী ইনিংস, হারের বৃত্তে ঘুরপাক নোয়াখালী
ছবি: ছবি সংযুক্ত

নাসিরের বিধ্বংসী ইনিংস, হারের বৃত্তে ঘুরপাক নোয়াখালী

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ | বিভাগ: খেলা | 👁️ ভিউ: ৪

ঢাকা ক্যাপিটালসকে জয় এনে দেয়ার পর খুশি হবেন নাসির হোসেন এটাই স্বাভাবিক। তবে জয় সত্ত্বেও হয়তো একটু দুঃখী তিনি। কারণ, প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেসের লক্ষ্য কম হওয়ায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা অর্জন করতে পারেননি এই অলরাউন্ডার।

নাসির ৯০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ঝোড়ো ব্যাটিংয়ের তাণ্ডব দলের জয় নিশ্চিত করলেও, নিজের মাইলফলক অর্জন হয়নি।

মন্তব্য লিখুন