রাশিয়ার জনপ্রিয় শিশুতোষ কার্টুনে ক্যামিও দিলেন পুতিন
ছবি: ছবি সংযুক্ত

রাশিয়ার জনপ্রিয় শিশুতোষ কার্টুনে ক্যামিও দিলেন পুতিন

✍️ প্রতিবেদক: Reporte1 | প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ | বিভাগ: আন্তর্জাতিক | 👁️ ভিউ: ৫

রাশিয়ার জনপ্রিয় শিশুতোষ কার্টুন প্রোস্তোকভাশিনো-তে সংক্ষিপ্ত উপস্থিতি (ক্যামিও) দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কার্টুনে তিনি একটি বিড়াল ও কুকুরের সঙ্গে দেখা দেন এবং রুশ নাগরিকদের উদ্দেশে নববর্ষের বার্তা জানান।

শোয়ের কাল্পনিক গ্রাম প্রোস্তোকভাশিনোর বাসিন্দারা ক্রেমলিন-নেতার অ্যানিমেটেড রূপটিকে কুকুর শারিক ও বিড়াল মাতরস্কিনের মাঝে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর দৃশ্য দেখে বিস্মিত হয়।

মস্কোর প্রোস্তোকভাশিনো থিম পার্কে সন্তানের সঙ্গে আসা অনেক অভিভাবক কার্টুনটি দেখে সতর্ক কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেন।

মন্তব্য লিখুন