✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 12:52 PM | বিভাগ: খেলা | 👁️ ভিউ: 17
ফুটবলের দলবদলে টাকা ঢালায় ‘খ্যাতি’ আছে ইউরোপের চেলসি, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেই, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো দলের। এক্ষেত্রে ইংলিশ ক্লাব লিভারপুল চিরাচরিতভাবে একটু ‘রক্ষণশীল’। বেশি খরুচে ক্লাবের সমালোচনা করতেও দেখা গেছে লিভারপুলের সাবেক কোচদের। তবে এবারের গ্রীষ্মকালীন দলবদলে তারা বেশ সাহসী। এরই মধ্যে ৪০ কোটি ডলার খরচ করে ফেলেছে অল রেডরা। লিভারপুলের সিইও বিলি হোগান স্বীকার করেছেন, ২০২৪-২৫ মৌসুমে ২০তম লিগ শিরোপা জয়ই তাদের আধুনিক পাওয়ারহাউজের মতো চলতে উদ্বুদ্ধ করছে।
দলবদলে এবার যেন টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে লিভারপুল। চলতি গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত খরচ ৪০ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৫ হাজার কোটি টাকা), যা ভেঙে দিয়েছে তাদের অতীতের অনেক রেকর্ড। জার্মান ক্লাব এনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের ফ্রেঞ্চ স্ট্রাইকার হুগো একিতিকের দলবদলই লিভারপুলের খরচ অনেক বাড়িয়ে দিয়েছে। তাকে কিনতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের খরচ প্রায় ১০ কোটি ৬৪ লাখ ডলার।