📅 বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
logo
📤 Facebook 📤 Twitter 📤 WhatsApp
ভারতকে বিপদে ফেলে সেঞ্চুরির পরই আউট গিল
ছবি: ছবি সংযুক্ত

ভারতকে বিপদে ফেলে সেঞ্চুরির পরই আউট গিল

✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 12:50 PM | বিভাগ: খেলা | 👁️ ভিউ: 17

ম্যানচেস্টার টেস্টে প্রথম ইনিংসে ৩১১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়া ভারতকে টানছিলেন অধিনায়ক শুবমান গিল ও লোকেশ রাহুল। যদিও লোকেশ ৯০ রানে ও গিল ১০৩ রান করে ফিরে গেছেন সাজঘরে। এতে হারের শঙ্কা তৈরি হয়েছে ভারতের। আজ রোববার পঞ্চম ও শেষ দিন ৪ উইকেটে ২২৩ রান নিয়ে লাঞ্চে গেছে সফরকারীরা। ৬ উইকেট হাতে নিয়ে তারা এখনো ৮৮ রানে পিছিয়ে।

২ উইকেটে ১৭৪ রান নিয়ে আজ পঞ্চম দিন ব্যাটিংয়ে নামা লোকেশ ও গিল জুটিটা আর খুব বেশি বড় করতে পারেননি। ১৮৮ রানে ভেঙে যায় তাদের জুটি। লোকেশ ২৩০ বলে ৯০ রান করে ইংলিশ দলনায়ক বেন স্টোকসের বলে লেগ বিফোর হয়ে যান। ৪২১ বল মোকাবেলা করে ১৮৮ রান যোগ করেছেন লোকেশ ও গিল। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে বিদায় নেন গিলও। তিনি এ পথে ক্যারিয়ারের নবম ও চলতি সিরিজের চতুর্থ সেঞ্চুরি করেন। ২৩৮ বলে ১২ বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করেন ভারতীয় দলনায়ক।

মন্তব্য লিখুন