✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 01:04 PM | বিভাগ: খেলা | 👁️ ভিউ: 40
ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ভারতের ৩৫৮ রানের জবাবে ৬৬৯ রানের সৌধ গড়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩১১ রানের লিড পায় স্বাগতিকরা। সফরকারীরা বিশাল রানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো রান তোলার আগেই দুই উইকেট হারিয়ে বসে। শূন্য রানে সাজঘরে ফিরে যান জশস্বী জয়সোয়াল ও সাই সুদর্শন। এরপর দলকে টানেন শুবমান গিল ও লোকেশ রাহুল। দুজনের দৃঢ়তায় ৬৩ ওভারে ২ উইকেটে ১৭৪ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে সফরকারীরা। এতে ম্যাচটি ড্র করার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত। লোকেশ রাহুল ৮৭ ও অধিনায়ক গিল ৭৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে জো রুট ও বেন স্টোকসের সেঞ্চুরিতে ৬৬৯ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। শুক্রবার তৃতীয় দিন ১৫০ রান করে আউট হয়েছেন জো রুট। এ পথে তিনি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তিনি টপকে যান রিকি পন্টিং, রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে। তার সামনে এখন শুধুই শচীন টেন্ডুলকার। আজ শনিবার চতুর্থ দিন ১৯৮ বলে ১৪১ রানের ক্ল্যাসিক ইনিংস খেলেন অধিনায়ক স্টোকস। এছাড়া বেন ডাকেট ৯৪, জ্যাক ক্রলে ৮৪, ওলি পোপ ৭১ ও ব্রাইডন কার্স ৪৭ রান করেন। রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নেন।