📅 বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
logo
📤 Facebook 📤 Twitter 📤 WhatsApp
এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে উজ্জীবিত বাংলাদেশ
ছবি: ছবি সংযুক্ত

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে উজ্জীবিত বাংলাদেশ

✍️ প্রতিবেদক: Sohag Hasan | প্রকাশিত: 27 Jul, 2025 01:02 PM | বিভাগ: খেলা | 👁️ ভিউ: 18

টি-টোয়েন্টিতে ২০০৭ থেকে শুরু করে এখন পর্যন্ত ৫২টি সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে ১৭টি সিরিজ। সর্বশেষ সদ্যই ঘরের মাটিতে পাকিস্তানকে ২-১-এ সিরিজে হারিয়েছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ টানা জয়ের পর তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি স্বাগতিকরা। এর পরও সিরিজ জয়ের উৎসব ঠিকই হয়েছে। এ সাফল্যে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে উজ্জীবিত বাংলাদেশ।

গত বছর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৩-০তে সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশ। এরপর ছন্দপতন। গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টানা পাঁচ ম্যাচ হারের পর শ্রীলংকা সফরেও সিরিজের প্রথম ম্যাচ হেরে বসে লিটন দাসের দল। টানা ছয় হারে কোণঠাসা হয়ে পড়া দলটি অবশেষে ঘুরে দাঁড়ায়। শ্রীলংকায় সিরিজের শেষ দুটি ম্যাচ জিতে নেয় তারা। এর মধ্য দিয়ে শ্রীলংকায় যেকোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়ে টাইগাররা। সেই স্মৃতি টাটকা থাকতেই তারা ঘরের মাঠে হারিয়ে দেয় ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তানকে।

২০১৫ সালে ঢাকায় এক ম্যাচের সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। তারপর এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় টাইগাররা। এমনকি এই প্রথম পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হারায় তারা।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলার হাসিবুল হোসেন শান্ত বলেছেন, শ্রীলংকা ও পাকিস্তানের সঙ্গে দুটি সিরিজ জয় সেপ্টেম্বরের এশিয়া কাপ ও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে উজ্জীবিত করবে। কারণ প্রতিপক্ষ দুটি দলই শক্তিশালী। এর মধ্যে শ্রীলংকায় সিরিজ জয়কে তিনি এগিয়ে রাখতে চান। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের এ নির্বাচক পাশাপাশি এটাও বলেছেন, বর্তমান দলের ক্রিকেটারদের ধারাবাহিকতা নিয়ে তিনি চিন্তিত। তার কথায়, ‘সমস্যা হলো তারা তো এক ম্যাচে ভালো খেলে তো পরের ম্যাচেই খারাপ করে। খেলোয়াড়দের ধারাবাহিক হতে হবে।’

এছাড়া সিনিয়র খেলোয়াড়দের ফিটনেসের ওপর জোর দিলেন তিনি। শান্ত বলেন, ‘আমি মনে করি, সিনিয়র খেলোয়াড়রা যদি সবাই ফিট থাকে তাহলে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা থাকবে।’

অধিনায়ক লিটনের কথাও জানা গেল, সিনিয়র খেলোয়াড়দের সবাইকে পেয়েই তারা টানা দুটি সিরিজ জিতলেন। পাকিস্তানকে হারানোর পর লিটন বলেছেন, ‘আরব আমিরাত ও পাকিস্তানে আমরা সংকটে ছিলাম। ওই দুটি সিরিজে আমি আমার সেরা খেলোয়াড়দের পাইনি। তাসকিন আহমেদ ছিলেন না, মুস্তাফিজ আইপিএল খেলতে যান। মুস্তাফিজের সামর্থ্য ও প্রতিপক্ষের জন্য কতটা বিপজ্জনক, সেটা আমরা জানি। পাকিস্তান সফরে আমরা আরো কিছু খেলোয়াড়কে পাইনি। আবার যারা ছিলেন তারাও সেরাটা দিতে পারেননি। আমি মনে করি, শ্রীলংকা ও পাকিস্তানের সঙ্গে এবারের দুটি সিরিজে আমরা পূর্ণ সেটআপ পেয়েছি। সবাই ফিট থাকলে এভাবেই আমাদের খেলে যেতে হবে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম ম্যাচ ও সিরিজ জয় করে ২০০৬ সালে। সেবার খুলনায় একমাত্র ম্যাচে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। এরপর পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কাছে টানা চারটি সিরিজে হারের পর ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজকে এক ম্যাচের সিরিজে হারায় তারা।

মন্তব্য লিখুন